ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৯ ডিসেম্বর ২০২২  
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত শিশুরা হলো- ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার লিপন মন্ডলের ছেলে রিফাত মন্ডল (৮) ও কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে মুরসালিন (৬)।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে পরিবারের লোকজন সন্ধ্যায় এলাকায় মাইকিং করে। পরে রাতে পদ্মা নদী থেকে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

কাঞ্চন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়