বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:৫৭, ৭ জানুয়ারি ২০২৩

ফাইল ফটো
শেরপুরে বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে নকলা উপজেলার পাইস্কা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফারুক হোসেন সদর উপজেলার সূর্যদী এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলির ডিজেল নেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক হোসেন। তখনই জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদি এন্টারপ্রাইজের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তারিকুল/কেআই
আরো পড়ুন