ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৪, ৮ জানুয়ারি ২০২৩  
ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট

মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি  জানান, রাত সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মাঝ নদীতে বেগম সুফিয়া কামাল ও শাহ আলী ফেরি আটকা পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুট বন্ধ হওয়ার এক ঘণ্টা পর  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে ১০ টার দিকে পরান, মতিউর, মখদুম ও হাসনাহেনা নামের চারটি ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ নদীতে আটকা পড়ে। 

তিনি আরও জানান, এই দুই নৌরুট বন্ধ থাকায় দুইপাড়ে যানবাহনগুলো সিরিয়ালে রয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। 

জাহিদুল হক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়