ঢাকা     শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারানের হ‌্যাটট্রিকে শ্রীলঙ্কাকে সহজেই হারাল ইংল‌্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ৩১ জানুয়ারি ২০২৬  
কারানের হ‌্যাটট্রিকে শ্রীলঙ্কাকে সহজেই হারাল ইংল‌্যান্ড

বৃষ্টির বাগড়ায় ম‌্যাচের উত্তেজনা অনেকটাই কমে গিয়েছিল। তা-ও যে টুকু ছিল স‌্যাম কারান হ‌্যাটট্রিক করে সবটাই নিজের করে নিলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ হ‌্যাটট্রিক করে ইংল‌্যান্ডকে তিন ম‌্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় এনে দিয়েছেন কারান। পাল্লেকেল্লেতে ডাকওয়ার্থ লুইস স্টার্ন আইনে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে ইংল‌্যান্ড।

আগে ব‌্যাটিং নেমে ১৭ ওভারে শ্রীলঙ্কা ১৩৩ রানে গুটিয়ে যায়। বৃষ্টির কারণে ম‌্যাচ ৩ ওভার কমে আসে। জবাবে ইংল‌্যান্ড ১৫ ওভারে ১২৫ রান তুলে নেয়। এরপর বৃষ্টির দাপটে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ১১ রানে এগিয়ে থাকায় ম‌্যাচ ইংল‌্যান্ড জিতে নেয়।

কারান হ‌্যাটট্রিক করে শেষটা নিজের করে নিলেও এই ম‌্যাচে অসাধারণ বোলিং করে ইংল‌্যান্ডের জয়ের নায়ক হয়েছেন আদীল রশিদ। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন এই লেগ স্পিনার।

টস হেরে ব‌্যাটিং করতে নেমে শ্রীলঙ্কার টপ অর্ডারের তিন ব‌্যাটসম‌্যানই ভালো শুরু পান। কিন্তু কেউই ইনিংস লম্বা করতে পারেননি। পাথুম নিশাঙ্কা ২৩, কামিল মিশ্রা ১৬ ও কুশল মেন্ডিস ৩৭ রান করেন।

ইনিংসের মধ‌্যভাগে তাদের হাল ধরতে পারেননি কেউ। শেষ দিকে অধিনায়ক দাসুন শানাকা ১৬ বলে ২০ রান করলে বলার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। কারান ইনিংসের শেষ দিকে শানাকা, থিকসেনা ও পাথিরানাকে আউট করে হ‌্যাটট্রিকের স্বাদ পান।

৩৮ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন জেমি ওভারটন ও লিয়াম ডসন।

রান তাড়ায় সল্ট ঝড়ে ভালো শুরু পায় ইংল‌্যান্ড। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন। চারে নেমে টম ব‌্যানটন ১৫ বলে করেন ২৯ রান। ওপেনার জস বাটলার ১৭ ও তিনে নামা জ‌্যাকব বাথেল ৯ রানের বেশি করতে পারেননি। হ‌্যারি ব্রুক ১৮ বলে ১৬ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।  

শ্রীলঙ্কার সেরা বোলার ইশান মালিঙ্গা। ২৪ রানে ২ উইকেট নেন।

আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়