আমিনুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত: ভিত্তিহীন ও মনগড়া বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। গত দুদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। গণমাধ্যমে এ নিয়ে কোনো খবর প্রচার না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
এই খবরকে একেবারেই ভিত্তিহীন ও মনগড়া বলছে বিসিবি। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি নজরে আসে বিসিবির। বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিজেদের অবস্থান জানানোর পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়ার কথা জানিয়েছে বিসিবি।
লিখিত বক্তব্যে অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘আমি বিসিবি সভাপতি আমিনুলের ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে তদন্ত করছি, এটি সম্পূর্ণ অসত্য ও মনগড়া অভিযোগ।’
মার্শাল যোগ করেন, ‘‘এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রতীয়মান হয়।’’
মিরপুর থানায় জিডি করা হয়েছে জানিয়ে বিসিবি বলছে, ‘‘এই প্রেক্ষাপটে, ভুয়া তথ্য ছড়ানো সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম/পেজ এবং দায়ীদের বিরুদ্ধে বিসিবি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় ৩০.০১.২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং ৩৮৬৭ দায়ের করা হয়েছে।'’
কোন ছাড় না দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাফ জানিয়েছে বিসিবি, ‘‘বিসিবি মানহানির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে এবং বিসিবি, এর খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত এ ধরনের কুচক্রী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও/অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/ইয়াসিন