ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:৫৬, ১৩ জানুয়ারি ২০২৩
অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

শেরপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার মির্জাপুর এলাকার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নালিতাবাড়ি উপজেলার লোহালিয়া এলাকার রফিক (৪৫) ও তার ছেলে রাব্বি (১৪)। নিহত অপর যাত্রীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, চাল বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। আরো তিনজন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।’

তারিকুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়