ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

গাজীপুরে শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
গাজীপুরে শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার 

গাজীপুরে অবিষ্ফোরিত কথিত ককটেল, লাঠিসোঁটা, সংগঠনের চাঁদা আদায়ের রশিদসহ ছাত্র শিবিরের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসান থানার ভোগড়া রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন। 

গ্রেপ্তাররা হলেন, মেহেদী হাসান (২৬),  আমিরুল ইসলাম আফনান (১৮),  মো. জায়েদ (১৯), মো. মেহেদী হাসান(১৯), মো.  মোবাশ্বির ইমাম (১৯), মো. রাজু খান (১৮), মুজাহীদ হাসান (১৮), মো. খালেদ বীন হোসাইন (১৯), মো. মেহেদী হাসান (১৯), মো. জিন্নাহ (১৯),  মো. জোবায়ের হোসেন (১৮),  রাইসুল ইসলাম মেহেদী (১৯), মো. সাদেকুল ইসলাম (১৮), মো.  আতাউল্লাহ আফফান (১৮), মো. ইয়াসিন আরাফাত (১৮), মো. তাওহীদ (১৬), মো. রকিব (১৬), মো. নাঈম (১৬), মো. আলী আজগর (১৬), মো. মজিবুর রহমান (২৫)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন বলেন, ‘সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সরকার পতনের উদ্দেশ্যে বাসন থানাধীন ভোগড়া বাসন সড়ক রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকেতর সামনে লাঠিসোঁটা এবং ইট নিক্ষেপ করে মহাসড়কে চলাচলারত গাড়ি ভাংচুর করছে ও ককটেল ফেলে জনমনে আতংক সৃষ্টি করছে। পরে ঘটনাস্থলে গিয়ে ২০ জন শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।’

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়