ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

রাজবাড়ী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ০৯:১০, ৯ ফেব্রুয়ারি ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এ সময় মাঝ নদীতে বরকত, বনলতা, মাধবীলতা, চন্দ্রমল্লিকাসহ ৫টি ফেরি যানবাহন ও যাত্রীদের নিয়ে আটকা পড়ে।  

একসময় পাটুরিয়া ফেরি ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর,  শাহ পরান, কেরামত আলী ও ইউটিলিটি ফেরি যাত্রীবাহী বাস পণ‌্যবাহী ট্র্যাক নিয়ে নোঙর করে আছে। দৌলতদিয়া ঘাটে রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের সহ-ব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনায় এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

শামীম/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়