ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩১

খুলনায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৩  
খুলনায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে খুলনার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

কর্মশালায় জানানো হয়, এ বছর খুলনা জেলার নয়টি উপজেলার এবং দুটি পৌর সভার ১ হাজার ৭১৮টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৭ হাজার ১৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার ৯৩৪ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৩০ জন। 

আরো পড়ুন:

এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের ৭১০টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৮৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার ৭০৪ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার ১৩৭ জন।

কর্মশালায় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সঙ্গে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্যবার্তা প্রচার করা হবে। 

তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না, তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। 

তিনি আরও জানান, ১০ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে ৭ জন মারা গেছে। সিভিল সার্জন নিপাহ ভাইরাস প্রতিরোধে কাঁচা রস পান না করার পরার্মশ দেন।

কর্মশালায় আরও জানানো হয়, ২০ ফেব্রুয়ারি খুলনায় ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।  

কর্মশালায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ডা. স্বপন কুমার হালদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো.  মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ডেপুটি সিভিল সার্জন ডা. এএসএম কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।
 

টুটুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়