ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

বাগেরহাটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে পৌনে ২ লাখ শিশু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩  
বাগেরহাটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে পৌনে ২ লাখ শিশু

বাগেরহাটে ১ লাখ ৭৬ হাজার ৭১৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কার্যাক্রমের উদ্বোধন করেন বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন  ডা.  হাবিবুর রহমান। 

জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নিল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই বয়সের মধ্যে অতিরিক্ত কোনো শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে বাগেরহাটে। 

আরো পড়ুন:

বাগেরহাটে ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল দেওয়া হচ্ছে। এই কর্মযজ্ঞে স্বাস্থ্য বিভাগের ৮৪৪ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি প্রমুখ। 

টুটুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়