ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকরির কথা বলে ৫ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেপ্তার 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৪ মার্চ ২০২৩  
চাকরির কথা বলে ৫ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেপ্তার 

গ্রেপ্তার রকিবুল ইসলাম সোহান

জামালপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে রকিবুল ইসলাম সোহান (৫৫) নাম এক প্রতারকের বিরুদ্ধে।

শনিবার (৪ মার্চ) সকালে প্রতারককে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি থেকে ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

গ্রেপ্তার রকিবুল ইসলাম সোহান রংপুরের গাংছড়া থানার আলোকিশামত গ্রামের মৃত শহিদুল রহমানের ছেলে। তিনি জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি এলাকার জনৈক ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। 

প্রতারিত যুবক গফুর মিয়া (২০)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নাদের মণ্ডলের ছেলে। 

এ ঘটনায় তার বাবা নদের মন্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন— প্রতিবেশী মৃত গোলা হোসেনের ছেলে আবু সামা (৩৫) ও মৃত সেকান্দর আলীর ছেলে মো. খোকন (৫০)।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, আবু সামা ও মো. খোকনের মাধ্যমে কয়েক মাস আগে প্রতারক রকিবুল ইসলাম সোহানের সঙ্গে নাদের মণ্ডলের পরিচয় হয়। রকিবুল ইসলাম সোহান নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয় দেয়। একপর্যায়ে তিনি নাদের মণ্ডলের বেকার ছেলে গফুর মিয়াকে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে। এরমধ্যে নিয়োগপরীক্ষার আগে ৫ লাখ টাকা দিতে বললে নাদের মণ্ডল প্রতারক রকিবুলকে গত বছরের ১৮ ডিসেম্বর ৫০ হাজার, ২৪ ডিসেম্বর দেড় লাখ এবং চলতি বছরের ১০ জানুয়ারি ৩ লাখ টাকা দেন। 

গত ২ মার্চ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় ওই প্রতারককে তিনি চাপ দেন টাকা ফেরত দেওয়ার। একপর্যায়ে তিনি টাকা দিতে অস্বীকার করলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

মামলার বাদী নাদের মণ্ডল জানান, তাঁর চার ছেলের মধ্যে তিনজন দিনমজুর ও দর্জির কাজ করেন। এরমধ্যে এক ছেলে গফুর মিয়াকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। প্রতারকচক্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে ছেলেকে পুলিশে চাকরির প্রতিশ্রুতি দেয়। তারা মিষ্টি কথায় ভুলিয়ে অনেক কষ্টে জমানো ৫ লাখ টাকা নেয়। এরপর তিনি চাকরি দিতে পারেনি, বরং টাকা আদায়ের কথা অস্বীকার করে আসছেন।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনা জানার প্রধান প্রতারক রকিবুল ইসলাম সোহানকে তার ভাড়াবাসা থেকে ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার রকিবুল ইসলাম সোহানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
 

সেলিম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়