ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনসার সদস্যসহ দুইজনের লাশ উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৪ মার্চ ২০২৩  
আনসার সদস্যসহ দুইজনের লাশ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে আনসার সদস্যসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।   

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কের নতুনগ্রাম নামক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রাহিদুল ইসলাম (২৩)। তিনি যশোর জেলায় আনসার সদস্য হিসেবে চাকরি করতেন। অপর নিহত একই গ্রামের আজমত শেখের ছেলে বিজন হোসন (২০)। তিনি মুজিবনগর ডিগ্রি কলেজের মানবিক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী নতুনগ্রামের একটি বাঁশঝাড়ের ভেতর একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। এসময় তারা কিছুদূরে দুটি লাশ দেখতে পান। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ দুটি উদ্ধার করে। 

নিহতদের পরিবার জানায়, রহিদুল ছুটি শেষে তার কর্মস্থল যশোর আনসার কার্যালয়ে ফিরবেন বলে গতকাল সোমবার রাতে বাড়ি থেকে বের হন। এসময় বিজন মোটরসাইকেলে চুয়াডাঙ্গা রেল স্টেশনে রহিদুলকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলেন। পরে তাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি। 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মোটরসাইকেলটির চালক। ফলে দুর্ঘটনাটি ঘটেছে। লাশ দুটি পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাসিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়