ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানের ৩ উপজেলা ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৫ মার্চ ২০২৩   আপডেট: ২২:০২, ১৫ মার্চ ২০২৩
বান্দরবানের ৩ উপজেলা ভ্রমণে ফের নিষেধাজ্ঞা

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ভ্রমণে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের সাত উপজেলার মধ্য এই তিন উপজেলা ছাড়া অন্য উপজেলায় আগের মতো পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

এর আগে, বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলার দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ২০২২ সালের ১৭ অক্টোবর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে কয়েক দফায় বাড়িয়ে থানচি ও আলীকদমেও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। ক্রমান্বয়ে আলীকদম, থানচি ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমাতে নিষেধাজ্ঞা বহাল ছিল।

চাইমং/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়