ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টয়লেটে রেখে যাওয়া শিশুটি শ্বাসকষ্টে ভুগছে

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৪:৪০, ২৬ মার্চ ২০২৩
টয়লেটে রেখে যাওয়া শিশুটি শ্বাসকষ্টে ভুগছে

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে রেখে যাওয়া শিশুটি শ্বাসকষ্টে ভুগছে। তাকে রংপুর মেডিক‌্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শিশুটি শ্বাসকষ্টে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নবজাতকটির সুচিকিৎসা দেওয়ার পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কে সমাজ সেবা অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন: হাসপাতালের টয়লেটে নবজাতক রেখে পালালেন মা

এর আগে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে সন্তান জন্ম দেন এক কিশোরী। এরপর সন্তানকে রেখে পালিয়ে যান তিনি। 

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসে ওই কিশোরী। তবে ইমারজেন্সি রুমে কিছু না বলে টয়লেটে চলে যায় সে। একটু পরে সেখানে বাচ্চা প্রসব হলে লোকজনের ভিড় হয়। একপর্যায়ে পালিয়ে যায় ওই কিশোরী। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা শিশুটিকে উদ্ধার করেন। 

সিথুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়