ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক, হবিগঞ্জে আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৬ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:২৪, ২৬ এপ্রিল ২০২৩
ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক, হবিগঞ্জে আটক ২

হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে মানহানিকর টিকটক ভিডিও বানানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে বানিয়াচং থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এ আগে মঙ্গলবার বিকেলে উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘীর পশ্চিমপাড়ের মিল্লাত মিয়া (১৬)।

সম্প্রতি হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি ও জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহানের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা।

পুলিশ জানায়, ইমন ও মিল্লাত দেশের দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করে। এভাবে হবিগঞ্জের ডিসি ও এসপির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়েছে।

বানিয়াচং থানার এস আই মনিরুল ইসলাম জানান বলেন, আটকদের বানিয়াচং থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়