ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

গাসিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রমিক দল নেতা কাউন্সিলর নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৯ মে ২০২৩   আপডেট: ০৯:১৫, ৯ মে ২০২৩
গাসিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রমিক দল নেতা কাউন্সিলর নির্বাচিত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে মহানগর শ্রমিক দলের নেতা ফয়সাল আহমেদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ মে) ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন এক স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ৩৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে সিটির ১৫ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলর নির্বাচিত হন ফয়সাল আহমেদ সরকার। 

নির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, ১৫নং  ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে ফয়সাল আহমেদই একমাত্র প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। 

এ ব্যাপারে ১৫নং ওয়ার্ডের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফয়সাল আহমেদ সরকার বলেন, নির্বাচনে যারা আমার সঙ্গে প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে নিয়ে পরামর্শ করে ১৫নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড গড়ে তুলবো। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন। 

এবারের গাসিক নির্বাচনে মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা আসনে মোট  ৩২৪জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রেজাউল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়