ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাসিক নির্বাচনে লড়বেন না বিএনপির সাহিদ হাসান

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৮ মে ২০২৩   আপডেট: ১৮:০৫, ২০ মে ২০২৩
রাসিক নির্বাচনে লড়বেন না বিএনপির সাহিদ হাসান

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। তবে দলটির সাবেক নেতা সাহিদ হাসান আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র প্রার্থী হওয়ার। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তিনি এ কথা জানান।

সাহিদ হাসান বলেছেন, সিটি নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না। তিনি বিবৃতিতে বলেন, তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল।

আরো পড়ুন:

সাহিদ বলেন, ‘বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আমি বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছি তা হলো- নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করলে সেক্ষেত্রে নির্বাচন করার সিদ্ধান্ত নেবো। আমার বক্তব্য না শুনে এবং ন্যূনতম আমার সঙ্গে আলোচনা না করে বিএনপির কয়েকজন নেতা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাতে তারা তাদের রাজনৈতিক অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন প্রশ্নে বিএনপির নীতিগত সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।’

দলীয় চাপের কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকলেন কি না এমন প্রশ্নে সাহিদ হাসান বলেন, ‘সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে এই নির্বাচন করা উচিত হবে না।’

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়