ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমুদ্রে ভেসে যাওয়া ২ পর্যটককে জীবিত উদ্ধার 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২৭ মে ২০২৩   আপডেট: ১৯:২১, ২৭ মে ২০২৩
সমুদ্রে ভেসে যাওয়া ২ পর্যটককে জীবিত উদ্ধার 

হাসপাতালে চিকিৎসাধীন এক পর্যটক

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারের পানিতে ভেসে যাওয়া দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকার সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন- ঢাকার কুড়িল এলাকার মো. হেমায়েত উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন তালুকদার (২৮) এবং বসুন্ধরা এলাকার হামিদ আলি ওয়াজেদের ছেলে মো. রাশিক (২৭)। 

আরো পড়ুন:

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা দুই পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় প্রবল জোয়ারে তারা কিনারা থেকে অনেক দূরে ভেসে যান। পরে ভেসে যাওয়া ওই দুই পর্যটক হাতের ইশারায় সাহায্য চাইলে ডিউটিরত পুলিশের নজরে আসেন তারা। স্থানীয় ওয়াটার বাইকের চালক লিটনের সহযোগিতায় পরে ওই দুই পর্যটককে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, দুই পর্যটকের অবস্থা এখন কিছুটা ভালো। তারা বর্তমানে হাসপাতালে আছেন। দুইজনের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। 

ইমরান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়