ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিসিক নির্বাচন: মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ২৮ মে ২০২৩  
সিসিক নির্বাচন: মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

রোববার (২৮ মে) বিকেলে মেয়র আরিফের কুমারপাড়াস্ত বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। থাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক।

আরো পড়ুন:

এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।

আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০ মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন।

৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ইভিএম-এ। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

আজ রোববার আপিলের শেষ তারিখ ছিল। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওই দিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।
 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়