ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হুইল চেয়ারে স্বপ্ন পূরণের পথে ছুটছেন মাহমুদুর

আমিরুল ইসলাম, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৩০ মে ২০২৩  
হুইল চেয়ারে স্বপ্ন পূরণের পথে ছুটছেন মাহমুদুর

মাহমুদুর রহমান

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে হুইল চেয়ারে বসে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মাহমুদুর রহমান। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবারের হাল ধরার স্বপ্নে ছুটে চলা এই কিশোরের বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলায়। চলতি বছর শুরু হওয়া এসএসসি পরীক্ষায় খোপাতী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিচ্ছেন তিনি।

মাহমুদুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে। 

মঙ্গলবার (৩০ মে) দুপুরে মাহমুদুর রহমানের সঙ্গে কথা হয় তার বাড়িতে বসে। এসময় তিনি রাইজিংবিডির প্রতিনিধিকে বলেন, ‘আমি সবার দোয়া ও  ভালোবাসায় সুস্থভাবে সব বিষয়ের পরীক্ষা দিতে পারছি। আশা করি ভালো ফলাফল করবো। আমার স্বপ্ন ভালো একটি কলেজে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হওয়া। নিজের পরিবারের অভাব দূর করা।’

মাহমুদুর রহমান আরও বলেন, ‘প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা সবাই আমার জন্য অনেক আন্তরিক। প্রতিষ্ঠান থেকে আমাকে সাধ্যমত সাহযোগিতা করা হচ্ছে।’ 

পড়ালেখার প্রতি প্রবল আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সবার ভালোবাসা আর সহযোগিতা পেলে অনেক বড় হতে চাই আমি। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে  শিক্ষক হওয়ার আগ্রহ আছে।’

মাহমুদুরের মা মরিয়ম আক্রার বলেন, ‘জন্মের পর থেকেই আমার ছেলের পায়ের শক্তি কমে যায়। পা চিকন হয়ে যেতে শুরু করে। একপর্যায়ে সে হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলে। বড় হওয়ার সঙ্গে তার দুটি পা একেবারেই অকেজো হয়ে পড়ে। এখন সে আর হাটা চলা করতে পারে না। পরে এক হৃদয়বান ব্যক্তি তাকে একটি হুইল চেয়ার দেন। এখন তার জীবনের সবকিছু ওই হুইল চেয়ারেই সীমাবদ্ধ। আমার ছেলে যাতে ওর স্বপ্ন পূরণ করতে পারে সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।’ 

স্বজনরা জানান, ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিবন্ধী জীবনকে মাহমুদুর রহমান স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন। তিনি পড়ালেখা করে যাচ্ছেন। কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তিত। মাহমুদুর রহমানের প্রয়োজন পৃষ্টপোষকতার। 

খোপাতী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, ‘মাহমুদুর রহমান সব কিছুই হুইল চেয়ারে। তার আত্মবিশ্বাস সবসময় তুঙ্গে থাকে। তিনি প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পাশ করে ভালো কলেজে ভর্তির স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন।’ 

তিনি আরও বলেন, ‘মাহমুদুর রহমান ভালো শিক্ষার্থী। তিনি হুইল চেয়ারে চড়ে নিয়মিত স্কুল আসতেন। অন্য শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে তাকে পাঠদানসহ খোঁজখবর রাখতেন। আশা করছি মাহমুদুর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে।’

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতো দাস জানান, হুইল চেয়ারে বসে মাহমুদ রহমান নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন বিষয়টি অবগত আছি। শিক্ষা ক্ষেত্রে তার পৃষ্টপোষকতার জন্য সব ধরনের সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়