ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৬ জুন ২০২৩  
কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- ধজনগর গ্রামের মৃত নূর আলীর ছেলে আজম আলী ভূঁইয়া (৫৫) ও মৃত লোকমান ভূঁইয়ার ছেলে ইকবাল ভূঁইয়া (৪৫)।

আরো পড়ুন:

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান জানান, সকালে ওই দুই ব্যক্তি ধজনগর গ্রামের ভারতীয় সীমান্তের কাছে গরু চড়াচ্ছিলেন। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে ছিটাগুলি ছোড়ে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে দুইজন শংকামুক্ত। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করা হবে। 

মাইনুদ্দীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়