ঘরে স্বামীর গলাকাটা লাশ, পাশের ক্ষেত থেকে স্ত্রীকে উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘর থেকে মো. শাহজাহান (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার স্ত্রী রাশিদা বেগমকে (৪২) অজ্ঞান, বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরী গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আব্দুল মজিদ জানান, বসতঘর থেকে শাহজাহান নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশের ধানক্ষেত থেকে তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত শাহজাহান পাঁচ সন্তানের জনক। দুই বছর আগে তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর বছরখানেক আগে দ্বিতীয় বিয়ে করেন তিনি। গত রাতে কোনো এক সময় তাকে ছুরিকাঘাত এবং গলা কেটে হত্যা করা হয়। তার স্ত্রী আহত অবস্থায় ধানক্ষেতে পড়েছিল। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে।
স্থানীয়রা জানান, নিহত শাহজাহানের ভাইয়ের সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। আজ এ নিয়ে আলোচনায় বসার কথা ছিল। এ ছাড়াও বাড়িতে একজন কবিরাজের যাতায়াত ছিল। গত রাতেও কবিরাজ বাড়িতে এসেছিল বলে জানান তারা।
মিলন/তারা