ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ী‌তে বোমা বি‌স্ফোরণ, হা‌তের ক‌ব্জি উড়ে গে‌ল প্রতিবন্ধীর

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২০ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৪১, ২০ আগস্ট ২০২৩
রাজবাড়ী‌তে বোমা বি‌স্ফোরণ, হা‌তের ক‌ব্জি উড়ে গে‌ল প্রতিবন্ধীর

রাজবাড়ী সদর উপ‌জেলার বেলগা‌ছি রেলও‌য়ে স্টেশন এলাকায় এক‌টি বোমা বি‌স্ফোর‌নের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় সুমন শেখ (১৭) না‌মে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কি‌শো‌রের বাম হা‌তের ক‌ব্জি উড়ে গে‌ছে। তার পে‌টেও ক্ষত দেখা গে‌ছে। প‌ড়ে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় ওই কিশোরকে রাজবাড়ী সদর হাসপাতালে নি‌য়ে যান।

রোববার (২০ আগস্ট) দুপু‌রে ঘটনাটি ঘ‌টে।

আরো পড়ুন:

আহত সুমন সদর উপ‌জেলার খানগঞ্জ বেলগা‌ছির হ‌রিহরপুর গ্রা‌মের হা‌লিম শে‌খের ছে‌লে।

সুমনের মা মা‌লেকা বেগম ব‌লেন, তার ছে‌লে জন্ম থে‌কে বোবা ও কা‌নে শো‌নে না। তিনি বি‌ভিন্নস্থা‌নে ঘু‌রে বেড়াতেন। আজ দুপু‌রে হঠাৎ খবর আসে ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই হাসপাতা‌লে আসেন তিনি। 

তি‌নি আরও ব‌লেন, তারা গ‌রিব মানুষ, ছে‌লের চি‌কিৎসা করা‌নোর মতো টাকা নেই তাদের কাছে। যার কার‌ণে ঢাকা বা ফ‌রিদপু‌রে না নিয়ে রাজবাড়ী‌তে ভ‌র্তি রে‌খে‌ছেন ছেলেকে।

রাজবাড়ীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো. ইফ‌তেখারুজ্জামান ব‌লেন, ঘটনার প‌রেই থানা পুলি‌শের ও‌সিসহ তি‌নি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন। ঘটনাস্থলে বোমা বি‌স্ফোর‌ণের আলামত পাওয়া গেছে। বিষয়‌টি নি‌য়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শে‌ষে বিস্তা‌রিত জানানো হবে। 

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে আহত ছেলেটি কা‌নে শো‌নে না এবং কথা বল‌তে পা‌রে না।

রবিউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়