৪০ শতাংশ শুল্ক আরোপের অজুহাতে হিলি বন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিলেও এর কার্যকর এখনও হয়নি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। অথচ এই শুল্ককর আরোপের অজুহাতে পেঁয়াজের দাম বৃদ্ধি করছেন পেঁয়াজ আমদানিকারকরা। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পেঁয়াজ পাইকাররা।
রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় হিলি বন্দর পেঁয়াজ পয়েন্টে গিয়ে দেখা যায়, শনিবার (১৯ আগস্ট) যে পেঁয়াজের পাইকারি বাজার ছিল ৪০ থেকে ৪২ টাকা। আজ সেই পেঁয়াজ প্রকারভেদে পাইকারদের নিতে হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজিতে। একদিনের ব্যবধানে বন্দর বাজারে আমদানিকারকরা পেঁয়াজ বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকা বেশি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা আজও কার্যকর হয়নি। পেঁয়াজ পাইকারদের অভিযোগ, তাহলে কেন আমাদের নিকট পেঁয়াজের দাম বেশি নেওয়া হচ্ছে? আজকেও বিনা শুল্কে ৭টি পেঁয়াজ বোঝায় ট্রাক ভারত থেকে এই বন্দরে প্রবেশ করেছে।
রংপুর থেকে আসা পেঁয়াজ পাইকার আশরাফ আলী রাইজিংবিডিকে বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তাতে দাম তো বাড়াটা স্বাভাবিক। কিন্তু সেই ঘোষণা আজকেও কার্যকর হয়নি। তাহলে কেন পেঁয়াজ আমদানিকারকরা আমাদের নিকট থেকে পেঁয়াজের দাম বেশি নিচ্ছে?’
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন পেঁয়াজ পাইকার বলেন, ‘গতকাল ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে পেঁয়াজ পাইকারি কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে পাইকারি কিনতে হচ্ছে। হঠাৎ এভাবে দাম বাড়লে আমরা কি করে ব্যবসা করবো?’
হিলি বন্দরে পেঁয়াজ আমদানিকারক শহিদ হাজী রাইজিংবিডিকে বলেন, পেঁয়াজ ৫২ থেকে ৫৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর শুল্ক আরোপের ঘোষণা আজকেও কার্যকর করেনি। শুল্ককর আরোপের ঘোষণা কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি ব্যবসায়ীরা কম করছে। পেঁয়াজ স্বল্পতার কারণে ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীরা একটু সুযোগ নিচ্ছেন।
হিলি কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট রাইজিংবিডিকে বলেন, গতকাল শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ ঘোষণা দিয়েছে। তাতে ৬ থেকে ৭ টাকা আর দাম বৃদ্ধি পাবে। আজকেও ৭ গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে আগের নিয়মে। তবে আগামীকাল সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আজও তার কার্যকর হয়নি। তবে আগামীকাল থেকে এই ঘোষণা কার্যকর হবে।
মোসলেম/বকুল