দেড় মাসের ব্যবধানে একই বাড়িতে আবারো ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

গাজীপুর সদর উপজেলায় দেড় মাসের ব্যবধানে একই বাড়িতে দুইবার ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার নয়াপাড়া গ্রামে আলমগীরের বাড়িতে ঘটনাটি ঘটে।
এর আগে গত ২৬ জুলাই দিবাগত রাতে একই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও থানায় কোনো মামলা না হওয়ার অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাতে ১০-১২ জন ডাকাত বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবার হাত-পা বেঁধে টাইলস ব্যবসায়ী আলমগীরকে মারধর করে এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী আলমগীরের স্ত্রী জানান, রাতে আমাদের বাড়ির গেটের তালা ভেঙ্গে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। তাঁরা তার দিয়ে সবার হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা আমার স্বামীকে মারধর করে এবং টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তারা চলে গেলে স্থানীয় লোকজন এসে আমার স্বামীকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
রেজাউল/ মাসুদ
আরো পড়ুন