ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে অটোরিকশাচালককে গলাকেটে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ০৯:৫২, ১ অক্টোবর ২০২৩
গাজীপুরে অটোরিকশাচালককে গলাকেটে হত্যা 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় আমিনুল ইসলাম (৩০) নামে এক অটোরিকশাচালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে। তিনি কোনাবাড়ি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেট সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার উপর অটোরিকশাচালক আমিনুলকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যার পর পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। নিহতের সঙ্গে থাকা টাকা পয়সা ও অটোরিকশাটি খোয়া যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়