ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত স্বাস্থ্য সচিব

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৩ অক্টোবর ২০২৩  
মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত স্বাস্থ্য সচিব

মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। তার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার লোকজন ছিলেন। 

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও স্থাপনা ঘুরে দেখেন তিনি। এ সময় হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার আহমেদ ফয়সাল জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

অতিরিক্ত স্বাস্থ্য সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মৌলভীবাজারসহ দেশের প্রতিটি হাসপাতালে নষ্ট ও অকেজো মেশিনগুলো দ্রুত মেরামত করে রোগীদের সেবায় নিয়োজিত করা হবে।

হেলথ সিস্টেম স্ট্রেংদেনিং প্রকল্পের আওতায় ২৫০ শয্যা মৌলভীবাজার জেনারেল হাসপাতালটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়ায় তার এ পরিদর্শন।
 

হামিদ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়