ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার করতোয়ায় হয়ে গেলো নৌকা বাইচ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৯ অক্টোবর ২০২৩  
বগুড়ার করতোয়ায় হয়ে গেলো নৌকা বাইচ

নদী রক্ষায় করতোয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়

‌‌‘নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে। নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে বগুড়ার করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শহরের বুকচিরে বয়ে যাওয়া করতোয়া নদীতে সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। 

বগুড়া জেলা পুলিশ, বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিযোগিতার আয়োজন করেছে।

আরো পড়ুন:

নৌকা বাইচে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা রঙের নৌকা নিয়ে মাঝিরা হাজির হন করতোয়ায় নদীতে। বাইচ শুরু হলে নদীর পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝিদের হেইওরে, হেইও ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে করতোয়ার পাড়। নৌকাবাইচ প্রতিযোগিতায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। করতোয়া নদীর এসপি ব্রিজ ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বেজোড়া ব্রিজ ঘাটে গিয়ে শেষ হয়। 

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিকেল ৫টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম। 

সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, আমাদের একটাই কাজ এখন করতোয়া নদীকে সঠিকভাবে রক্ষা করা। যতো কঠিনই হোক, আমরা লড়াই করে করতোয়ার প্রাণ ফিরিয়ে আনবো।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, সবার সহযোগিতায় এর আগে করতোয়া নদীর কচুরিপানা অপসারণ করা হয়েছে। এখন প্রাণ ফিরে পেয়েছে বগুড়ার ঐতিহ্যবাহী এই করতোয়া নদী। নদীর নাব্যতা ফেরাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনেক বড় ভূমিকা রাখবে।  এছাড়াও করতোয়া নদী সংরক্ষণে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেটি অনুমোদন হয়ে গেছে। আমরা মনে করি নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। তাই এই নদী সংরক্ষণে আমাদের সবার সচেতন হতে হবে।

প্রতিযোগিতায় গাবতলী উপজেলার নাংলু এলাকার উড়াল পঙ্খী নৌকা প্রথম ও শাজাহানপুরের সততা নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, করতোয়া নদীতে নৌকা বাইচের এটি তৃতীয় আয়োজন। ২০১৮ সালে বাংলাদেশ গ্রাম থিয়েটার করতোয়া নদীতে নৌকা বাইচের প্রথম আসরের আয়োজন করে। এরপর জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ব্যবস্থাপনায় ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আয়োজন। এবার তৃতীয় বারের মতো নৌকা বাইচের আয়োজন করা হলো। 

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়