ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

কাপাসিয়া সাপের কামড়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ১৪ অক্টোবর ২০২৩  
কাপাসিয়া সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় মাটির ঘরের গর্তের মুখ বন্ধ করতে গিয়ে সাপের কামড়ে সোহান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার তরগাঁও ইউয়িনের সোনারুয়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সোহান একই গ্রামের ফকির বাড়ির ছাইদুলের ছেলে।

ইউপি সদস্য জয়নাল আবেদিন মারা যাওয়া শিশুর বাবার বরাত দিয়ে জানান, সোহান বসত ঘরের ভেতরের একটি গর্তের মুখ মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করছিল। এ সময় একটি সাপ তাকে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় সোহানকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সোহানকে রেফার্ড করেন। জেলা শহরে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুনর রহমান জানান, সাঁপের কামড়ে আহত শিশুটিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। আমাদের এই হাসপাতালে সাঁপের কামড়ের ভ্যাকসিন না থাকায় আমরা তাকে সঙ্গে সঙ্গে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করি।

রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়