ভৈরবে ট্রেন দুর্ঘটনা
ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়ময়নসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিশোরগঞ্জের ভৈরবে ‘এগার সিন্দুর গোধুল’ ট্রেনকে একটি মালবাহী ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাষ্টার জসিম উদ্দিন ও ময়মনসিংহের রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক এসআই একরামালু হক এতথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভৈরবে যাত্রীবাহী ট্রেনকে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত ২০
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাষ্টার জসিম উদ্দিন বলেন, ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকাগামী সব ট্রেন বিভিন্ন জায়গায় আটকে আছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কর্ণফুলি’ ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘জয়ন্তিকা এক্সপ্রস’ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচন স্টেশন দাঁড় করানো আছে। এছাড়াও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি জেলার কসবা উপজেলার ইমামবাড়ি স্টেশনে অবস্থান করছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজ শেষ হলেই বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যে ছেড়ে যাবে। কখন নাগাদ লাইন ক্লিয়ার হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এএসআই একরামালু হক জানান, ময়মনসিংহে এখন কোনো ট্রেন আটকা নেই। ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মাইনুদ্দিন/মাসুদ
- ২ বছর আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুদিন পর ঘটনাস্থল পরিদর্শন
- ২ বছর আগে মালবাহী ট্রেনের চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- ২ বছর আগে ভৈরবে রেল দুর্ঘটনার হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি
- ২ বছর আগে সিগন্যালে কোনো ত্রুটি ছিল না: স্টেশন মাস্টার
- ২ বছর আগে বিকট শব্দে পুরো এলাকা স্তম্ভিত, পড়ে থাকে খণ্ড-বিখণ্ড রক্তাক্ত দেহ
- ২ বছর আগে ৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থল ছাড়লো মালবাহী ট্রেন
- ২ বছর আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত ৬ জন ঢামেকে চিকিৎসাধীন
- ২ বছর আগে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- ২ বছর আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক
- ২ বছর আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা
- ২ বছর আগে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন
- ২ বছর আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলের দুই তদন্ত কমিটি
- ২ বছর আগে মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনা: রেলওয়ে
- ২ বছর আগে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিতে আটকা অনেক যাত্রী
- ২ বছর আগে ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ২৪