ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত ৬ জন ঢামেকে চিকিৎসাধীন
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে/ ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত একই পরিবারের তিন জনসহ মোট ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- জীবন (৫০) তার ছেলে সোহাগ (৮), মেয়ে তন্নি (১৫) এবং জিহাদ (১০) খাদিজা ৩০ ও আবুল কাশেম ৫৫।
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত একই পরিবারের তিন জনকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে জীবনের বাড়ি কিশোরগঞ্জ সদরের মাতিয়া গ্রামে।
ঢাকা মেডিক্যালের কুইক রেসপন্স টিমের সমন্বয়ক ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন বলেন, আমরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ১৫-২০ জন সদস্যের একটি দ্রুত সেবা সার্ভিস গঠন করি। আমাদের জরুরি বিভাগের চিকিৎসকরাও প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, আমাদের এই দ্রুত সেবা সার্ভিসের লক্ষ্য হচ্ছে হতাহতরা ঢাকা মেডিক্যালে আসা মাত্রই দ্রুত তাদের ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওয়ার্ডে স্থানান্তর করা।
এ ছাড়া, এ দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা দিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের নির্দেশনায় অনুসন্ধান বুথ খোলা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/এনএইচ
- ৩ মাস আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দুদিন পর ঘটনাস্থল পরিদর্শন
- ৩ মাস আগে মালবাহী ট্রেনের চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- ৩ মাস আগে ভৈরবে রেল দুর্ঘটনার হতাহতদের জন্য ক্ষতিপূরণ দাবি
- ৩ মাস আগে সিগন্যালে কোনো ত্রুটি ছিল না: স্টেশন মাস্টার
- ৩ মাস আগে বিকট শব্দে পুরো এলাকা স্তম্ভিত, পড়ে থাকে খণ্ড-বিখণ্ড রক্তাক্ত দেহ
- ৩ মাস আগে ৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থল ছাড়লো মালবাহী ট্রেন
- ৩ মাস আগে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
- ৩ মাস আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক
- ৩ মাস আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা
- ৩ মাস আগে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন
- ৩ মাস আগে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলের দুই তদন্ত কমিটি
- ৩ মাস আগে মালবাহী ট্রেন সিগন্যাল না মানায় ভৈরবের দুর্ঘটনা: রেলওয়ে
- ৩ মাস আগে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিতে আটকা অনেক যাত্রী
- ৩ মাস আগে ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়ময়নসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
- ৩ মাস আগে ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ২৪