ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভৈরবে ট্রেন দুর্ঘটনা

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ২৩ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:৪০, ২৩ অক্টোবর ২০২৩
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন

দুর্ঘটনা কবলিত ট্রেনে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ

কিশোরগঞ্জের ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ট্রেন দুটি ঘটনাস্থলে পৌছায়। ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার ফাইটার রাসেল জানান, রাত পৌনে ৮টার দিকে ঢাকা ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসে। ট্রেন দুটি উদ্ধার তৎপরতা শুরু করেছে। পুরো উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। 

আরো পড়ুন:

প্রসঙ্গত, ঢাকাগামী এগার সিন্ধুর গোধুলী ট্রেনকে ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেন আজ বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় ধাক্কা দেয়। এতে ২৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ঘটনার পর থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
 

রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়