ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

জামালপুরে ট্রেনে আগুন: শহর বিএনপির সভাপতিসহ ১১ জন গ্রেপ্তার

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২০ নভেম্বর ২০২৩  
জামালপুরে ট্রেনে আগুন: শহর বিএনপির সভাপতিসহ ১১ জন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (১৯) সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর জিআরপি থানায় হরতাল সমর্থকদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেন শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ১০ মিনিটে সরিষাবাড়ী স্টেশনে থামে। এরপর ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছাড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে। ট্রেন স্টেশন থেকে মুক্তিযোদ্ধা সংসদ মোড় পর্যন্ত গেলে ক, খ ও গ বগিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় অন্য বগির আতঙ্কিত যাত্রীরা শিকল টেনে ট্রেন থামায়। এই ঘটনায় হুড়াহুড়ি করে নামতে গিয়ে চার জন যাত্রী আহত হয়। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন বলেন, হরতাল সমর্থনকারীরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে। মামলার সূত্র ধরে বিএনপি নেতা লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

সেলিম/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়