ঢাকা     বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৭ ১৪৩১

ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ২০ নভেম্বর ২০২৩  
ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো. এনামুল হাসান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে এনামুল হাসান সিকদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর ঝালকাঠি থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি ছিলেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এনামুল হাসান সিকদার। আজ দুপুরে তিনি সদর হাসপাতালের সামনে নাশকতা সৃষ্টির পায়তারা করছিলেন বলে খবর আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়