ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় নিহতদের স্মরণে ফেনীতে প্রদীপ প্রজ্বলন 

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ২১ নভেম্বর ২০২৩  
গাজায় নিহতদের স্মরণে ফেনীতে প্রদীপ প্রজ্বলন 

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় মারা যাওয়াদের স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারে  সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সহ-সভাপতি ও সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ণ নাগ, কবি মনজুর তাজিম, শান্তি চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি দিলু সরকার, রবীন্দ্র সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অরূপ দত্ত, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারে সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ, জাগরণী সাংস্কৃতিক একাডেমি সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু প্রমুখ। 

আরো পড়ুন:

প্রদীপ প্রজ্বলন শেষে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার শিকার হচ্ছে শিশু নারীসহ সাধারণ মানুষ। এমন নির্মমতা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও নিহতদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি রাজনৈতিক কর্মসূচির নামে বাংলাদেশে অগ্নি সন্ত্রাসেরও প্রতিবাদ জানাচ্ছি। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়