ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশেদার সেই নৌকাটি চুরি হয়ে গেছে

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:২৯, ২৩ নভেম্বর ২০২৩
রাশেদার সেই নৌকাটি চুরি হয়ে গেছে

রাশেদা বেগম

পাঁচ বছর ধরে গোমতী নদীতে নৌকা চালিয়ে জীবন নির্বাহী করছেন ৪০ বছর বয়সী রাশেদা বেগম। স্বামী অসুস্থ ও তিন ছেলের পড়ালেখার খরচ মেটাতে নৌকার বৈঠা ধরতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, সারাদিন নৌকা চালানো শেষে রাতে বিভিন্ন মানুষের বাড়িতেও কাজ করতেন তিনি।

রাশেদার এমন জীবন সংগ্রাম নিয়ে পাঠকপ্রিয় অনলাইন রাইজিংবিডিতে প্রতিবেদন প্রকাশিত হলে জেলা প্রশাসন থেকে দুই মাস আগে তাকে একটি নতুন নৌকা উপহার দেওয়া হয়। সেই নৌকাটি বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকার গোমতী নদীর খেয়া ঘাট থেকে চুরি হয়ে গেছে। এমনটি দাবি করেছেন রাশেদা বেগম।

আরো পড়ুন:

আরও পড়ুন: ৫ বছর ধরে নৌকা চালিয়ে সংসার চালান রাশেদা

কান্নাজড়িত কণ্ঠে রাশেদা বেগম বলেন, ‘আমার একটা নৌকা ছিল। সেটা জোড়াতালি দেওয়া ছিল। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কুমিল্লা জেলা প্রশাসন থেকে দুই মাস আগে আমাকে একটি নতুন নৌকা উপহার দেওয়া হয়। নতুন নৌকা পেয়ে আমি খুব খুশি হই। অনেক যাত্রী পারাপার করতে পারতাম। গতকাল বুধবার সন্ধ্যায় নৌকাটি ঘাটে তালাবদ্ধ করে বাড়িতে যাই। আজ (বৃহস্পতিবার) সকালে এসে দেখি তালা ভেঙে নৌকাটি চোরে নিয়ে গেছে। এখন আমি কী করবো, কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। স্বামী অসুস্থ। তিনি ব্রেইন স্ট্রোক করে অনেকদিন ধরে বিছানায়। কিছু করতে পারেন না। তার চিকিৎসার টাকা, ছেলে-মেয়ের খাবার খরচ কই থেকে পাবো আমি জানি না। আল্লাহ আমাকে কোন বিপদে ফেলে দিলো।’

আরও পড়ুন: রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর বাড়ি ও নৌকা পেলেন সেই রাশেদা

স্থানীয় যুবক সুমন মিয়া বলেন, ‘রাশেদা আপার নৌকাটি চুরি হওয়ার খবর পেয়ে দুঃখ পেলাম। এই ঘাটে আপার নৌকায় অনেক লোক নদী পার হয়ে শহরে যান। আজ নৌকা না থাকায় অনেকে ফিরে গেছেন।’

রাশেদা বেগমের স্বামী হারুন মিয়া বলেন, ‘আমি অসুস্থ। এই শরীর নিয়েই নদীর পাড় দিয়ে অনেক দূর পর্যন্ত খুঁজেছি। কোথাও নেই আমাদের নৌকাটি।’

ঘাটের পাশেই ছত্রখীল পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। খোঁজাখুঁজি চলছে। বিস্তারিত পরে জানাবো।’

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়