ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

সুন্দরবনের নদীতে ভাসমান মৃত বাঘ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৫ নভেম্বর ২০২৩  
সুন্দরবনের নদীতে ভাসমান মৃত বাঘ উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রায়মঙ্গল নদী থেকে ভাসমান মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বনবিভাগের কাচিকাটা টহল ফাঁড়ির সদস্যরা মস্তকবিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন।

বনবিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে মৃত বাঘ ভেসে বেড়াচ্ছে— এমন সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সেখানে যায়। এ সময় সেখান থেকে মৃত বাঘ উদ্ধার করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী জানান, মৃত বাঘ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

এ বিষয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়