ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

পাশের হার এবং জিপিএ-৫ কমেছে চট্টগ্রাম বোর্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৬ নভেম্বর ২০২৩  
পাশের হার এবং জিপিএ-৫ কমেছে চট্টগ্রাম বোর্ডে

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষা পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থ। গত বছর পাশের হার ছিলো ৮০ দশমিক ৫০ শতাংশ। এবার, দেশের এই শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩৩৯ জন। গত বছর এই সংখ্যা ছিলো ১২ হাজার ৬৭০ জন।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলানায়তনে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান। 

ফলাফল ঘোষণার সময় জানানো হয়, চট্টগ্রাম বোর্ডে ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৭৯টি কলেজের ১ লাখ ১ হাজার ২৪৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। এদের মধ্যে পাস করেছেন ৭৫ হাজার ৯০৩ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৪৫৪ জন। 

এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৮৮ দশমিক ৪৫ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৬৫ দশমিক ২২ শতাংশ।

ফলাফল ঘোষণার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলীসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়