ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিচারকের এজলাসে আসামির জুতা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২৮ নভেম্বর ২০২৩  
বিচারকের এজলাসে আসামির জুতা নিক্ষেপ

চট্টগ্রামের আদালতের এক বিচারকের এজলাস লক্ষ্য করে মনির খান মাইকেল নামের এক আসামি জুতা নিক্ষেপ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ঘটনাটি ঘটে।

চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আদালত সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার উপ-পরিদর্শক তপু সাহা বাদী হয়ে মাইকেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরদিন ২৩ জানুয়ারি মাইকেলকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এই মামলায় আজ আদালতে মাইকেলের জামিন শুনানির দিন ধার্য ছিল। এজন্য মাইকেলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। বিচারকার্য শুরু হলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারকের দিকে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন মাইকেল। তাৎক্ষণিক পুলিশ তাকে নিবৃত্ত করে। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়