ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক থেকে পড় দিদারুল আলমে (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর মাঝিপাড়া সীমান্ত সড়কে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া দিদারুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাজেকের উদয়পুর এলাকায় একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। এ সময় ট্রাক থেকে পড়ে শ্রমিক দিদারুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদারুল মারা যান।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজয়/মাসুদ