ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন মতিয়া

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৩  
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন মতিয়া

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। 

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

মতিয়া চৌধুরী বলেন, কি সুবিধা আনলে নালিতাবাড়ীর মানুষের অবস্থা ভালো হবে, কিভাবে দেশটা সুন্দরভাবে চলবে এগুলো ভেবেই আমি কাজ করার চেষ্টা করি। আগামীতে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা চলমান রাখবেন। উন্নয়ন একদিনের ব্যাপার না। পাঁচটি বছর ধরে একটি পার্টি কাজ করে একটি ভালো কাজ করতে পারে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি নেতা সাংবাদিক হুমায়ন মুজিব প্রমুখ।

তরিকুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়