ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আচরণবিধি লঙ্ঘন

মুন্সীগঞ্জে দুই প্রার্থীকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:৪৪, ৪ জানুয়ারি ২০২৪
মুন্সীগঞ্জে দুই প্রার্থীকে জরিমানা

মুন্সীগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘন করে গণজমায়েত করায় বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী মাহি বি চৌধুরীকে দশ হাজার টাকা ও তৃণমূল বিএনপি'র সোনালী আঁশ প্রতীকের প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কুসুমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন:

তারা বলেন, সিরাজদিখানের কুসুমপুর জাগরণী সংসদ মাঠে মেলার আয়োজন চলছিলো। সেখানে মাহি বি চৌধুরী 'শান্তির উৎসব' নামে নির্বাচনি প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করেন। যা নির্বাচনি আচরণবিধির ৬ ধারার লঙ্ঘন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাহির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই সময় তৃণমূল বিএনপি'র প্রার্থী অন্তরা সেলিমা হুদা গাড়ির বহর নিয়ে যাচ্ছিল এবং প্রতিটি গাড়িতে পোস্টার লাগানো থাকায় পোস্টার খুলে নিতে বললে অসৌজন্যমূলক আচরণ ও অসহযোগিতা করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রতন/ফয়সাল

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়