বরিশাল বিভাগে ভোটের হার ৪২.৫৩ শতাংশ
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বক্তব্য রাখছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগে ভোট দেওয়ার হার ৪২ দশমিক ৫৩ শতাংশ, যা সবকটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি। বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী এ তথ্য জানিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
মো. শওকত আলী বলেন, ‘বরিশাল বিভাগের নির্বাচন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা নির্বাচনের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করব বলে উল্লেখ করেছিলাম। আমরা সুষ্ঠু ভোটের প্রত্যয়ও ব্যক্ত করেছিলাম। পরে সবমিলিয়ে বরিশাল বিভাগের জনগণ ভোট দিতে ভোটকেন্দ্রে গিয়েছে। বিভাগের ২১টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি।’
বরিশাল বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়নি। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এর পেছনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
এ সময় বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরিফুর/বকুল
- ১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম