ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

পরিচয়হীন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে নিয়ে জনমনে কৌতূহল 

পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:২৩, ১০ জানুয়ারি ২০২৪
পরিচয়হীন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে নিয়ে জনমনে কৌতূহল 

প্রায় এক সপ্তাহ আগে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার সড়কের পাশে অবস্থান নেন নাম পরিচয়হীন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি। নাম পরিচয় জানতে চাইলে ‘ভারত’ ছাড়া কিছুই বলতে পারছেন না। তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

লঞ্চঘাট এলাকার শ্রমিক সোবাহান মিয়া জানান, এই ব্যক্তি ৫ থেকে ৬ দিন আগে এখানে আসেন। তবে কীভাবে এসেছেন সেটা জানতে পারিনি। 

একই এলাকার অপর শ্রমিক ইদ্রিস জানান, তার কথা বার্তায় আমাদের দেশের মানুষ বলে মনে হচ্ছে না। তিনি অনেক সময় হিন্দি ভাষায়ও কথা বলেন। এই ব্যক্তি এখানে অসহায় জীবন যাপন করছেন। তার পরিচয় বের করে পরিবারের কাছে তুলে দেওয়ার দাবি জানাচ্ছি। 

মানসিক ভারসাম্যহীনদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন অন্নদান ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক মিন্টু জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা এখানে এসেছি। এই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি কিছুই ঠিকভাবে বলতে পারেন না। তিনি মানসিক ভারসাম্যহীন নাকি ছিন্নমূল মানুষ সেটাও বোঝা যাচ্ছে না। তবে তিনি এখানে যতদিন অবস্থান করবেন ততদিন আমরা তাকে সহযোগিতা করবো এবং তার পরিবার খুঁজে বের করার চেষ্টা করবো। 

/ইমরান/স্বরলিপি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়