ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতারে লোকালয়ে আসার সময় একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে খোলপেটুয়া নদীর বুড়িগোয়ালিনি স্টেশনের সামনে থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে প্রাণীটিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

শ্যামনগর উপজেলার বাসিন্দা গাবুরার হুদা মালী জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে থেকে বাঘের তাড়া খেয়ে খলিষাবুনিয়া খাল ও খোলপেটুয়া নদী সাঁতার দিয়ে একটি হরিণ সকালে খলিষাবুনিয়া গ্রামের বেড়িবাঁধে ওঠার চেষ্টা করে। স্থানীয়দের তাড়া খেয়ে হরিণটি আবারো নদীতে নেমে সাঁতারে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষককে মোবাইল ফোনে জানানো হয়। পরে বনকর্মীরা স্পিডবোর্ড নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের সামনের নদী থেকে হরিণটিকে উদ্ধার করে আবারও সুন্দরবনে অবমুক্ত করে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, হরিণটি কেন ও কিভাবে লোকালয়ের দিকে এলো তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। 

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়