ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুসিক উপনির্বাচন

সাককুর উঠান বৈঠকে হামলার অভিযোগ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৪ মার্চ ২০২৪  
সাককুর উঠান বৈঠকে হামলার অভিযোগ 

কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদের উপনির্বাচনে ‘টেবিল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাককুর উঠান বৈঠকে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মার্চ) বিকেলে নগরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন চৌমুহনী উঠান বৈঠকে চলাকালীন হামলা হয় বলে অভিযোগ করেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক দুই বারের মেয়র মনিরুল হক সাককু।

মনিরুল হক সাককু বলেন, সুষ্ঠু নির্বাচনে কোনো পরিবেশ নেই। আমার নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। আজ আমার উঠান বৈঠকে বাস প্রতীকের সমর্থকরা ককটেল ফাটিয়েছেন। ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারেন। আমার প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে। এভাবে কী নির্বাচন করা যায়? আমি ইসিকে জানিয়েছি। এ ঘটনায় আমি মামলা করবো।

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, আমি এখনো লিখিত অভিযোগে পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

রুবেল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়