ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: দগ্ধ শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৮ মার্চ ২০২৪   আপডেট: ২২:৫০, ৮ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: দগ্ধ শ্রমিকের মৃত্যু

গতকাল বৃহস্পতিবার রাতে তোলা ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক রিয়াজুল ইসলাম (৩০) মারা গেছেন। শুক্রবার (৮ মার্চ) বিকেলে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ওই ঘটনায় দগ্ধ আরও তিন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

মারা যাওয়া রিয়াজুল মুন্সীগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। তিনি চর মুক্তারপুর এলাকার জিকে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতেন বলে স্বজনরা জানিয়েছেন।

আরো পড়ুন:

আরও পড়ুন: মুন্সীগঞ্জে প্লাস্টিক মিলের আগুন নিয়ন্ত্রণে, অগ্নিদগ্ধ চার

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলামের বরাত দিয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আজ শুক্রবার বিকেলের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান রিয়াজুল। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। অপর তিন শ্রমিকের মধ্যে মতিউরের শরীরের ৬২ শতাংশ, রাকিবুলের ৫০ শতাংশ এবং ইকবাল মোল্লার ৫৮ শতাংশ দগ্ধ হয়েছে। তারাও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। 

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ-নারায়নগঞ্জ সড়কের সীমানাধিন চর মুক্তারপুরের খোদা হাফেজ সড়কের মোড় সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় আগুন লাগে।  ঘটনার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় চার শ্রমিক দগ্ধ হন। তাদের গতকাল রাত ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়