ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মসিক নির্বাচন

লাখ ভোটের ব্যবধানে জিতলেন ইকরামুল হক টিটু 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ৯ মার্চ ২০২৪   আপডেট: ২৩:০৭, ৯ মার্চ ২০২৪
লাখ ভোটের ব্যবধানে জিতলেন ইকরামুল হক টিটু 

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতি’ প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজুকে ১ লাখ ৩ হাজার ৮৪১ ভোটে পরাজিত করেছেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন ও রিটানিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারি ভাবে মো. ইকরামুল হক টিটুকে বিজয়ী ঘোষণা করেন।

আরো পড়ুন:

জানা গেছে ১২৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ‘টেবিল ঘড়ি’ প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতি’ প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। মেয়র পদে বাকি তিন প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ‘ঘোড়া; প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩, ‘হরিণ’ প্রতীকে রেজাউল হক ১৪৮৭ এবং ‘লাঙ্গল’ প্রতীকে শহিদুল ইসলাম ১৩২১ ভোট পেয়েছেন।

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়