ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

সাংবাদিক মাসউদ হত্যা: ৭ আসামি কারাগারে

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৪ মার্চ ২০২৪  
সাংবাদিক মাসউদ হত্যা: ৭ আসামি কারাগারে

আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়

বরগুনায় সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলায় সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আট আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত সাত জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালত সাব ইন্সপেক্টর অশোক কুমার জানান, সাংবাদিক তালুকদার মাসউদ হত্যা মামলার প্রধান আসামি হাফিজ আল আসাদ ওরফে সোহেল হাফিজ, ২নং আসামি আরিফুল ইসলাম মুরাদ, ৩নং আসামি কাশেম হাওলাদার, ৫নং আসামি সাইফুল ইসলাম মিরাজ, ৮নং আসামি ওয়ালি উল্লাহ ইমরান, ৯নং আসামি জাহিদুল ইসলাম মেহেদি ও ১০নং আসামি সোহাগ হাওলাদারের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার আরেক আসামি জাফর হাওলাদারের শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে। 

আসামি পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবদুর রহমান। তিনি বলেন, ‘আট জন বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়ালের বিচারক হারুন অর রশীদের আদালতে জামিন প্রার্থনা করেন। তাদের মধ্যে এজাহারের ১৩নং আসামি মো. জাফর হোসেন হাওলাদারের জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি সাত জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

এ মামলায় এখনও পাঁচ আসামি পলাতক রয়েছেন। তারা হলেন, যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, ডিবিসি নিউজের বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠু, এএসএম সিফাত, ছগির হোসেন টিটু, শহিদুল ইসলাম শহিদ। 

বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। 

গত ১৯ ফেব্রুয়ারি বরগুনা প্রেস ক্লাবে আটকে রেখে মারধরের পর ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক তালুকদার মাসউদ। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার বরগুনা প্রতিনিধি ও নলটোনা ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন। এ ঘটনায় ৪ মার্চ তালুকদার মাসউদের স্ত্রী সাজেদা বাদী হয়ে বরগুনা সদর থানায় ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা রুজু করেন।

ইমরান/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়