ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

মধু আহরণ উদ্বোধন

হরিণ শিকার না করার শপথ নিলেন ২৪ যুবক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:২৭, ১ এপ্রিল ২০২৪
হরিণ শিকার না করার শপথ নিলেন ২৪ যুবক

সুন্দরবনে হরিণ শিকার না করার শপথ নিচ্ছেন সাদা গেঞ্জি পরিহিত যুবকরা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন। সুন্দরবন পশ্চিম বনবিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এদিকে, একই অনুষ্ঠানে আনারুল ইসলামের নেতৃত্বে ২৪ জন হরিণ শিকারি উপস্থিত ছিলেন। তারা আগামীতে হরিণ শিকার করবেন না জানিয়ে শপথ বাক্য পাঠ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, শ্যামনগর উপজেলা পরিষেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম প্রমুখ।  

বক্তারা সবাইকে নিয়ম মেনে মধু সংগ্রহের আহ্বান জানিয়েছেন। বিশ্বের দরবারে ভেজালমুক্ত সুন্দরবনের মধু সরবরাহের আহ্বান জানান তারা মৌয়ালদের প্রতি। পরে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৫জন নারীকে খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেন অতিথিরা।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়